চাঁদপুর শহরে পুকুর ভরাটে জরিমানা, পুনঃখননের নির্দেশ

চাঁদপুর শহরে পুকুর ভরাটে জরিমানা, পুনঃখননের নির্দেশ

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

চাঁদপুর শহরে পুকুর ভরাটে জরিমানা, পুনঃখননের নির্দেশ

চাঁদপুর শহরে পুকুর ভরাটে জরিমানা, পুনঃখননের নির্দেশস্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে পুকুর ভরাটে জরিমানা করাসহ পুনঃখননের নির্দেশ দিয়েছে প্রশাসন।

শহরের আলিমপাড়া এলাকায় জলাধার ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ১০,০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

৭ মে (বুধবার) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান নেতৃত্বে অভিযানে বের হন।

অভিযানে দেখা যায়, প্রতাপ সাহা মন্দিরের বিপরীত পাশে এক ব্যক্তি পুকুর ভরাটের কাজ করছিলেন,

যেখানে বালু ফেলা হচ্ছিল। তদন্তের পর, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের প্রমাণ মেলে।

এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আব্দুর রহমান (৩৫) কে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

এছাড়া, অভিযুক্তের দ্বারা নির্মিত পুকুরের চারপাশের বেড়া তৎক্ষণাৎ অপসারণ করা হয় এবং ভরাটকৃত অংশ পুনঃখননের নির্দেশ দেওয়া হয়।

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানার একটি পুলিশ টিমও অভিযানে অংশ নেয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান সাংবাদিকদের বলেন,

“আমরা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে এসে তদন্ত করি এবং অভিযুক্ত ব্যক্তিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

সে তার অপরাধ স্বীকার করেছে এবং ভবিষ্যতে এমন কাজ করবে না বলে জানিয়েছেন।

ভরাটকৃত অংশ আগামী সাত দিনের মধ্যে পুনঃখননের মাধ্যমে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

এছাড়া, চাঁদপুর পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *