পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব’র নেতৃত্বে চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ব্যাপক সাফল্য
স্টাফ রিপোর্টার : পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব’র নেতৃত্বে চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ব্যাপক সাফল্য অর্জন হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের নিরবচ্ছিন্ন অভিযানের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে।
‘একটি গ্রাম থেকে একটি দেশ—মাদকমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার -এর নেতৃত্বে চাঁদপুর জেলা পুলিশ মাদক নির্মূলে ব্যাপক সফলতা অর্জন করেছে।
একইসঙ্গে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, জলদস্যুতা, ডাকাতি, অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধের তদন্ত ও অপরাধীদের গ্রেফতারে দক্ষতার পরিচয় দিয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়,
২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত ৩,৬৭০টি অভিযানে ৭৩৪টি নিয়মিত মামলার আওতায় ৯১৫ জন মাদক সংশ্লিষ্ট অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে,
যার মধ্যে রয়েছে : ইয়াবা: ৩৭,৮৫৮ পিস, গাঁজা: ৬৫৬ কেজি ২৯৭ গ্রাম, গাঁজার গাছ: ১টি, ফেন্সিডিল: ১৫৯ বোতল, দেশীয় মদ: ১৫ লিটার ৭০০ মিলিগ্রাম, বিদেশি মদ: ৩৫ বোতল, বিয়ার: ২৫ ক্যান, হুইস্কি: ১৩ বোতল, ভারতীয় হুইস্কি:
৬ লিটার, ভোটকা: ১২ বোতল, কেরুমদ: ২১ বোতল, ডায়েজে পাম্প: ২০ পিস, ডাইলুশন অ্যালকোহল: ১১ বোতল।
চাঁদপুরের আট উপজেলায় মাদক নির্মূলে শুধু অভিযান পরিচালনাই নয়, পাশাপাশি মাদক প্রবণতা কমিয়ে আনতে নানা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ।
অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি অনেক মাদকসেবী ও ব্যবসায়ীকে নতুন জীবনের পথে ফিরিয়ে আনতে কাউন্সেলিং করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে প্রতিটি এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী সভার আয়োজন করা হচ্ছে। এ ধরনের পদক্ষেপের ফলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব’র বক্তব্য
এ প্রসঙ্গে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন,
‘জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমাদের প্রতিটি থানার কর্মকর্তা এবং সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। ফলে জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে এবং চাঁদপুর জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান বজায় রেখেছে। অপরাধ দমনে জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।
জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ততা ছাড়া সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব নয়।
আমরা চাই, সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক।’
জেলার প্রতিটি থানাকে সেবামূলক ও দালালমুক্ত রাখার জন্য পুলিশ বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে।
থানার নামে অতীতে যারা অনৈতিক সুবিধা ভোগ করত, তারা এখন কোনো সুযোগ পাচ্ছে না।
ফলে সেবাপ্রার্থীরা হয়রানির শিকার না হয়ে সরাসরি পুলিশের সহযোগিতা পাচ্ছেন।
পুলিশ সুপার বলেন, ‘এই সাফল্য শুধু পুলিশের নয়, চাঁদপুরের সাধারণ জনগণেরও।
মাদক নির্মূলে জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে চাঁদপুরকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’

