মেঘনা নদীতে ৪৫টি চায়না দুয়ারী চাঁই জব্দ

মেঘনা নদীতে ৪৫টি চায়না দুয়ারী চাঁই জব্দ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব উত্তর উপজেলা

মেঘনা নদীতে ৪৫টি চায়না দুয়ারী চাঁই জব্দ

মেঘনা নদীতে ৪৫টি চায়না দুয়ারী চাঁই জব্দস্টাফ রিপোর্টার : মেঘনা নদীতে ৪৫টি চায়না দুয়ারী চাঁই জব্দ করা হয়েছে। মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে পরিচালিত এক বিশেষ অভিযানে ৪৫টি অবৈধ দুয়ারী চাঁই জব্দ করে ধ্বংস করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার জহিরাবাদ ও এখলাশপুর নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত চাঁইগুলো নদী থেকে উদ্ধার করা হয়। পরে নিয়ম অনুযায়ী এসব জব্দকৃত চায়না দুয়ারী চাঁই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণ ও সঠিকভাবে রক্ষা নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলমান থাকবে। মেঘনা নদীর প্রাকৃতিক মাছের প্রজনন ও পরিবেশ রক্ষায় আমরা কোনো ছাড় দেব না।”

এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে নদীতে অবৈধভাবে মাছ ধরার প্রবণতা হ্রাস পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *