মতলব উত্তরে 'জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে' শপথ গ্রহণ অনুষ্ঠিত

মতলব উত্তরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে’ শপথ গ্রহণ অনুষ্ঠিত

উপজেলা সংবাদ মতলব উত্তর উপজেলা

মতলব উত্তরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে’ শপথ গ্রহণ অনুষ্ঠিত

মতলব উত্তরে 'জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে' শপথ গ্রহণ অনুষ্ঠিতজাকির হোসেন বাদশা : মতলব উত্তরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে’ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি তার বক্তব্যে সামাজিক পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং সকলকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিতে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ মামুন। এতে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জুলাই সহযোদ্ধা রিদয় সরকার, সমাজসেবা থেকে উপকৃত রিনা আক্তার এবং নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা স্নেহলতা গায়েন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা সমাজে সচেতনতা, মানবিকতা ও ন্যায়ের মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সকলে মিলে এগিয়ে আসাই সময়ের দাবি।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা সামাজিক উন্নয়ন এবং গণসচেতনতা বৃদ্ধিতে এক ইতিবাচক বার্তা বহন করে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *