ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ।
ফরিদগঞ্জ উপজেলায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক
আবু হেনা মোস্তফা কামাল লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (৩ মার্চ ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
রোববার (২ মার্চ ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ লটারি চলাকালে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে উপস্থিত হন।
এসময় চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য পরিচয়ধারী আশিকুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে একদল ব্যক্তি তাকে বাধা দেয় এবং শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করে।
সংশ্লিষ্টদের বক্তব্য
অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক পাটওয়ারী ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন এ ঘটনায় উসকানির ভূমিকা পালন করেন।
জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫টি ইউনিয়নের জন্য ডিলার নিয়োগের লটারি অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক আবেদনকারী উপস্থিত ছিলেন,
যাদের অধিকাংশই বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মী।
তবে, লটারির সময় কয়েকজন আবেদনকারীকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে দাবি করে বাধা দেওয়া হয়।
এর ফলে, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের লটারি স্থগিত করা হয় এবং পাইকপাড়া উত্তর ইউনিয়নের এক প্রার্থী তার আবেদন প্রত্যাহার করতে বাধ্য হন।
লটারি সংক্রান্ত অস্থিরতা সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে আবু হেনা মোস্তফা কামাল হামলার শিকার হন।
অভিযোগ অনুযায়ী, আশিক পাটওয়ারীর নেতৃত্বে ৮-১০ জন যুবক তার ওপর চড়াও হয় এবং টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
সেই সঙ্গে তাকে ক্রমাগত হুমকি দেওয়া হয়।
এই ঘটনার প্রতিবাদে ফরিদগঞ্জ প্রেসক্লাব এক জরুরি সভার আয়োজন করে।
প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পাশাপাশি, প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
প্রতিবাদ সভায় সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,
সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিকসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের বক্তব্য
স্থানীয়রা জানিয়েছেন, আশিক পাটওয়ারীর নেতৃত্বে একটি দল নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে।
সম্প্রতি তারা পৌরসভার উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি চাঁদাবাজির অভিযোগেও অভিযুক্ত হয়েছে। অন্যদিকে,
আবদুল খালেক পাটওয়ারী দলীয় পদ থেকে একাধিকবার অব্যাহতি নেওয়ার ঘোষণা দিলেও সাম্প্রতিক সময়ে তিনি পুনরায় বিএনপির নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেনকে অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
বর্তমানে তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে অসাধু কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে।
সাংবাদিক সমাজ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

