ফরিদগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফরিদগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

ফরিদগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফরিদগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৯ জুন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক চকবাজার শাখার সিনিয়র অফিসার ও মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা শাহজালাল তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ রুহুল্লাহ।

বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

আরও উপস্থিত ছিলেন মো. ওয়াসিক বিল্লাহ ও ফয়সাল আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক এবং প্রাক্তন ছাত্র মো. মাহবুবুর রহমান।

তার নেতৃত্বে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় প্রতিষ্ঠানের একঝাঁক সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে।

বিদায়ীদের মধ্যে ছিলেন— সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, প্রভাষক মুহাম্মদ শহীদ উল্লাহ, সহকারী মৌলভী মাও. মো. আমানুল্লাহ, সহকারী শিক্ষক আখতার হোসেন মজুমদার, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, জুনিয়র শিক্ষক শাহ আলম, জুনিয়র শিক্ষক শাহাদাত হোসেন খান, ইবতেদায়ী প্রধান মো. সালেহ আহমেদ, জুনিয়র শিক্ষক শাহজাহান মজুমদার, অফিস সহকারী শাহজাহান মিয়াজী, প্রয়াত অফিস সহকারী তরিকুল ইসলাম (মরণোত্তর সম্মাননা), পিয়ন জুলফিকার আলী, দপ্তরী হাবিব উল্লাহ, নৈশ প্রহরী দেলোয়ার কাজী।

অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা-ভক্তিমিশ্রিত পরিবেশে বিদায় সংবর্ধনা পর্বটি ছিল অত্যন্ত আবেগঘন।

একই সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়, যেখানে সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

শিক্ষক ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন,

এই মানুষগুলোর শ্রম, ত্যাগ ও ভালবাসার ফলেই প্রতিষ্ঠানটি আজকের এই অবস্থানে পৌঁছেছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *