দক্ষিণ আলগীতে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ
মহসীন মিয়া : দক্ষিণ আলগীতে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়। হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নে কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে এক বিশেষ কর্মসূচির আওতায় বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
সারাদেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়, যা মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর সিএসআর ফান্ডের সহায়তায় বাস্তবায়িত হয়েছে।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দক্ষিণ আলগী ইউনিয়নের কালাচৌকিদার মোড়ে আনুষ্ঠানিকভাবে এই সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিন উল্লাহ বেপারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম,
জেলা বিএনপি নেতা এম খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক হারুনুর রশিদ গাজী ও আবু তাহের সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হোসেন কবিরাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিক আখনের
পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু,
সাধারণ সম্পাদক আবুল বাসার মাঝি, উপজেলা বিএনপির সদস্য বোরহান উদ্দিন জুটন, দিদারুল ইসলাম জমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও যুবদল, ছাত্রদল, ওলামাদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের স্থানীয় নেতারা উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার বিতরণে সহযোগিতা করেন।
হাইমচর উপজেলা কৃষক দলের সভাপতি সরদার আবু তাহের জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের মোট
১,২০০ জন প্রান্তিক ও দরিদ্র কৃষকের মাঝে ২৫ কেজি করে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
এই সহায়তা কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করবে এবং ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই বিনামূল্যে সার বিতরণ কার্যক্রম স্থানীয় কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে এবং
তাদের কৃষিকাজকে আরও উৎপাদনশীল করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

