তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠিত হবে — মিলন
রাজীব চন্দ্র শীল : তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠিত হবে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আলোকে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে আয়োজিত কর্মী সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেছেন।
শনিবার বিকেলে দোঘর মহিলা দাখিল মাদ্রাসার মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
তিনি বলেন, “তারেক রহমানের আমরা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই।” সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার এবং যৌথ সঞ্চালনায় ছিলেন এবায়েদ তালুকদার ও আব্দুল কাহহার মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল আলমগীরসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

