ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
প্রেস বিজ্ঞপ্তি : নারীর ক্ষমতায়ন ও সমতার অঙ্গীকারকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য ছিল— “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বিশেষ প্যানেল আলোচনা, যেখানে বিশিষ্ট নারী নেত্রীরা নিজেদের অনুপ্রেরণামূলক জীবনগাথা তুলে ধরেন।
ডিআইইউ-এর মানবসম্পদ বিভাগের পরিচালক মিসেস অনুভব রহমানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দেশের বিভিন্ন খাতের সফল নারী ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন— সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর আন্তর্জাতিক বিভাগের প্রধান মিসেস শামীম আরা খানম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস জারিন করিম, হারনেট টিভির সিইও মিসেস আলিশা প্রধা, জনপ্রিয় মেকআপ শিল্পী মিসেস রাজিয়া সুলতানা এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন। তারা প্রত্যেকেই নারীর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প শেয়ার করেন, যা শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন এবং ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল। তারা নারীর ক্ষমতায়নের গুরুত্ব ও সমাজে নারীদের ভূমিকা নিয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, নারীরা এখন আর শুধুমাত্র পরিবারের সীমাবদ্ধ পরিসরে নয়, বরং সমাজ, অর্থনীতি, প্রযুক্তি এবং উদ্যোক্তা খাতে ব্যাপক অবদান রাখছেন। তবে সমতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো অনেক পথ বাকি। নারীর অগ্রযাত্রায় সকলের সমর্থন এবং সহযোগিতার প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর এবং নারী দিবসের মূল বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস।


