জেলা বিএনপির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার : জেলা বিএনপির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয়।
চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
৩১ মে শনিবার দুপুরে তার নিজ বাসভবনে আয়োজিত এই শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক তরুণদের উদ্দেশে বলেন, “তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা
রূপরেখা ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের জন্য ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি নবগঠিত কমিটিকে এই লক্ষ্য সামনে রেখে সক্রিয় থাকার নির্দেশনা দেন।
পুরানবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. হামিদুল ইসলাম বাহার জানান,
“আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের একটি নিরাপদ ও আলোকিত ভবিষ্যৎ উপহার দেওয়া। আমরা চাই,
কেউ যেন অন্ধকারে হারিয়ে না যায়। শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি ৩১ দফা রূপরেখা বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।
শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী,
সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শুভেচ্ছা জানানোর সময় কমিটির সহ-সভাপতি মীর আলামীন ও পরশ দাশ, সাধারণ সম্পাদক ওয়ালী রাইয়ান,
যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল মজুমদার ও সাব্বির হোসেন খান,
সাংগঠনিক সম্পাদক পলাশ এবং সদস্য আমিনুল ইসলাম রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এই মিলনমেলায় বিএনপির নেতৃত্বের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা ও আস্থা যেমন প্রতিফলিত হয়েছে,
তেমনি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের একটি ইতিবাচক বার্তাও স্পষ্ট হয়েছে।

