চাঁদপুরের তিন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জেলা প্রশাসকের মানবিক সহায়তা

চাঁদপুরের তিন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জেলা প্রশাসকের মানবিক সহায়তা

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

চাঁদপুরের তিন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জেলা প্রশাসকের মানবিক সহায়তা

চাঁদপুরের তিন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জেলা প্রশাসকের মানবিক সহায়তাস্টাফ রিপোর্টার : চাঁদপুরের তিন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের মানবিক সহায়তা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

আর্থিক সংকটে থাকা এই শিক্ষার্থীরা প্রশাসকের এমন মানবিক উদ্যোগে নতুন করে আশার আলো দেখেছেন।

সোমবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থী সুমাইয়া আফরোজ,

সিনহা আক্তার ও রাশেদুল ইসলামের হাতে মোট ৬৫ হাজার টাকার অনুদান তুলে দেন ডিসি মোহসীন উদ্দিন।

এর মধ্যে সুমাইয়া আফরোজ ও সিনহা আক্তার প্রত্যেকে ২৫ হাজার টাকা এবং রাশেদুল ইসলাম ১৫ হাজার টাকা সহায়তা পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১১তম স্থান অর্জনকারী সুমাইয়া আফরোজ অনুভূতি জানাতে গিয়ে বলেন,

“আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো নয়। তাই এত বড় অর্জন সত্ত্বেও ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।

জেলা প্রশাসকের এই সহায়তা আমার স্বপ্নপূরণের পথে বড় সহায়ক হবে।”

অন্যদিকে, সিনহা আক্তার বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পেয়েছি।

বাবার অনুপস্থিতিতে পরিবারে আর্থিক চাপে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল।

জেলা প্রশাসকের সহায়তা পেয়ে আমি কৃতজ্ঞ। এটি আমার স্বপ্ন পূরণে অনেক সহায়ক হবে।”

গ ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগে মেধাতালিকায় স্থান পাওয়া রাশেদুল ইসলাম বলেন, “আমাদের পরিবারের আর্থিক দুরবস্থা থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। জেলা প্রশাসক মহোদয়ের এই সহায়তা পেয়ে আমি খুব উপকৃত হয়েছি।”

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “চাঁদপুরের মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমার চেষ্টা।

এই তিন শিক্ষার্থী তাদের স্বপ্নপূরণের জন্য আমার কাছে সহায়তা চেয়েছিল। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন সহায়তা অব্যাহত থাকবে।”

শিক্ষার্থী ও অভিভাবক মহলে জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এমন মানবিক কাজে এগিয়ে আসবেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *