চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানাআনিস আহমেদ রাসেল :  চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, স্টেডিয়াম রোড ও আদালত পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়।

নিউ ইসলামিয়া প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে রোগীর ল্যাব পরীক্ষা হওয়ার আগে প্রস্তুত করা রিপোর্ট এবং মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পিয়ারলেস ডক্টরস পয়েন্টকে ফিজিসিয়ান স্যাম্পল পাওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টস না রাখার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জাহাঙ্গীর খান নামে একজনকে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট রাখার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো এ ধরনের অনিয়ম পুনরায় করবে না বলে অঙ্গীকার করেছে। এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে লিফলেটও বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *