চাঁদপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে।
চাঁদপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
চাঁদাবাজি, জমি দখল এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ছড়ানোর মতো গুরুতর অপরাধে সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় বিএনপি এই কঠোর সিদ্ধান্ত নেয়।
গত মঙ্গলবার (২৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী,
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর এবং
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই তিন নেতা দলীয় নীতিমালা লঙ্ঘন করে এমন কিছু কার্যক্রমে যুক্ত ছিলেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং
জনসাধারণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এজন্য তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নীতিমালায় স্পষ্ট বলা আছে—যেকোনো অপকর্ম বা দলবিরোধী আচরণে জড়িত ব্যক্তি দলের কোনো স্তরে স্থান পাবে না।
সে আলোকে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ ও দায়বদ্ধ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
দলের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান আরও জোরদার হবে বলেও ইঙ্গিত মিলেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছ থেকে।

