চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের ঘটনায় ‘মীম বনফুল-কে ৪০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার করার ঘটনায় স্থানীয় ‘মীম বনফুল’ মিষ্টান্ন কারখানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারায় আরোপ করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এই সময় যৌথবাহিনী, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম এবং চাঁদপুর পৌর স্যানেটারি ইন্সপেক্টর মোঃ রাজু মিয়া উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন দেখা যায়, মিষ্টি ও রসমালাই তৈরির স্থানটি অস্বাস্থ্যকর অবস্থায় রাখা হয়েছিল। এছাড়াও রঙ মেশানো ঘি ব্যবহার ও
মেয়াদোত্তীর্ণ পণ্যের ব্যবহার ধরা পড়ে। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
একই সঙ্গে অন্যান্য মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও
পাম্পলেট বিতরণ করা হয়। সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, “সব ব্যবসায়ীর কাছে নির্দেশ দেওয়া হয়েছে,
পণ্যের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে হবে, ক্রয় ভাউচার সংরক্ষণ করতে হবে এবং নকল বা ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকতে হবে। এছাড়া অবৈধ মজুদদারীও করা যাবে না।”
এ ধরনের উদ্যোগ গ্রাহকদের নিরাপদ পণ্য গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

