চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধারস্টাফ রিপোর্টার : চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উপজেলার ফারাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর এলাকায় উদ্ধার করা হয়েছে একটি অবৈধ বিদেশি পিস্তল। ২২ জুন রাতে পরিচালিত এই অভিযানে পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন ও একটি গুলি পাওয়া গেছে।

জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এবং জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাজহারুল হক ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত অস্ত্রের গায়ে ‘MADE IN CHINA’ লেখা রয়েছে, যা অস্ত্রটির উৎপত্তিস্থলকে নির্দেশ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারাজীকান্দি ইউনিয়নের নতুন বাজার এলাকার ওয়াপদা ক্যানেলের পাশে একটি পরিত্যক্ত স্যানেটারি রিং-এর ভেতর লুকিয়ে রাখা ছিল এই অবৈধ অস্ত্র ও গুলি। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান শেষে চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব ডিবি পুলিশের সংশ্লিষ্ট টিমকে এই সফলতা অর্জনের জন্য প্রশংসা করেন এবং পুরস্কৃত করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ লুৎফর রহমানসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারের মতো অভিযান চলমান থাকবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *