গৃদকালিন্দিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
মো: মনির হোসেন : গৃদকালিন্দিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়কে কেন্দ্র করে মিলাদ
ও দোয়া মাহফিল, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার (২২ জুন) সকালে কলেজের মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক,
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন মো. হারুনুর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা এখন জীবনের এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো।
এই কলেজে কাটানো দিনগুলোর স্মৃতি তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। আগামীর পথে সততা,দায়িত্ববোধ ও অধ্যবসায় নিয়ে এগিয়ে যেতে হবে। প্রকৃত সফলতা তখনই আসবে, যখন দেশ ও সমাজের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করতে পারবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় রাজনীতি নয়, বরং শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়াই হবে মূল লক্ষ্য। শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই লোভ-লালসার ঊর্ধ্বে উঠে শিক্ষার সেবা করতে হবে।”
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খান।
আরও বক্তব্য দেন মাওলানা আবু তাহের, মো. মানিক পাটওয়ারী, সাংবাদিক সোহেল খান, কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন খান,
ফরিদগঞ্জ আদর্শ একাডেমির অধ্যক্ষ মো. হারুনুর রশিদ ওসমানী এবং কালির বাজার কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুন।
এদিন কলেজ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

