কচুয়ায় সাচার জগন্নাথ ধামে ১৫৮তম রথযাত্রা আজ থেকে শুরু

কচুয়ায় সাচার জগন্নাথ ধামে ১৫৮তম রথযাত্রা আজ থেকে শুরু

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা

কচুয়ায় সাচার জগন্নাথ ধামে ১৫৮তম রথযাত্রা আজ থেকে শুরু

কচুয়ায় সাচার জগন্নাথ ধামে ১৫৮তম রথযাত্রা আজ থেকে শুরুকচুয়া প্রতিনিধি : কচুয়ায় সাচার জগন্নাথ ধামে ১৫৮তম রথযাত্রা আজ থেকে শুরু হেতে যাচ্ছে।

উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধামে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ১৫৮তম রথযাত্রা।

ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের মাঝে বইছে উৎসবের আমেজ।

রথযাত্রা উপলক্ষে সাচার এলাকায় ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মন্দির চত্বর ও আশপাশের এলাকাজুড়ে দেখা গেছে ভক্তদের পদচারণা।

বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী ভারত থেকে বহু ভক্তবৃন্দ রথযাত্রায় অংশ নিতে সাচার এলাকায় আসতে শুরু করেছেন।

প্রায় এক মাসব্যাপী চলা এ রথযাত্রা ও মেলাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন এবং

আয়োজক কমিটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও কাজ করছে।

রথযাত্রার সূচনা হবে শুক্রবার বিকেল ৪টায়, যখন ভক্তরা পূজা, অর্চনা ও অর্ঘ্য প্রদান শেষে জগন্নাথ দেবের রথ টেনে বের করবেন। এক সপ্তাহ পর, আগামী শুক্রবার একইভাবে রথ টেনে পূর্বের স্থানে ফিরিয়ে আনা হবে।

রথযাত্রা ঘিরে সাচার উচ্চ বিদ্যালয় মাঠ, মন্দির প্রাঙ্গণ ও আশপাশের সড়কগুলোতে বসেছে বিশাল মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা মিষ্টি, ফার্নিচার, খেলনা, কসমেটিকসসহ নানান পণ্যের দোকান সাজিয়েছেন। অন্যান্য বছরের মতো এবারও এসব দোকান ও স্টলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজক কমিটির আশাবাদ, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও লক্ষাধিক ভক্তের সমাগম হবে। সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বাবু বটু কৃষ্ণ বসু জানান, “রথযাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। সকলের সহযোগিতা পেলে এ উৎসব আরও সফল হবে। আমরা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং স্থানীয়দের সার্বিক সহায়তা কামনা করছি।”

রথযাত্রা ও মেলা সাচারের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি এলাকার মানুষের জন্য এক আনন্দঘন মিলনমেলায় রূপ নিচ্ছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *