কচুয়ায় বিষধর সাপের ছোবলে প্রাণ গেল চার সন্তানের জননীর

কচুয়ায় বিষধর সাপের ছোবলে প্রাণ গেল চার সন্তানের জননীর

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা স্লাইড

কচুয়ায় বিষধর সাপের ছোবলে প্রাণ গেল চার সন্তানের জননীর

কচুয়ায় বিষধর সাপের ছোবলে প্রাণ গেল চার সন্তানের জননীররাজিব সরকার : কচুয়ায় বিষধর সাপের ছোবলে প্রাণ গেল চার সন্তানের জননীর

উপজেলায় বিষধর সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধূ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে নিজ বাড়ির পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নাজমা বেগম স্থানীয় নূরানী মাদ্রাসা বাড়ির বাসিন্দা এবং হাফেজ মো. গিয়াস উদ্দিনের স্ত্রী।

তিনি চার সন্তানের জননী ছিলেন।

প্রতিবেশী জাহানারা বেগম জানান, ঘটনার সময় নাজমা বেগম বাড়ির পাশে মুরগি খুঁজছিলেন। সে সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে পায়ে ছোবল দেয়।

আহত অবস্থায় তিনি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে এসে প্রথমিকভাবে তার পা বাঁধেন এবং তাৎক্ষণিকভাবে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাজমার স্বামী হাফেজ গিয়াস উদ্দিন বলেন,

“আমি তখন মসজিদে নামাজ পড়ছিলাম। নামাজ শেষে বাসার দিকে ফেরার সময় স্ত্রীর চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখি সে সাপের ছোবলে আহত। তার পা থেকে রক্ত বের হচ্ছিল।

দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”

তিনি আরও জানান, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়, তবে সদর হাসপাতালে পৌঁছানোর আগেই নাজমা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন,

“আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ভ্যাকসিন না থাকায় আমরা রোগীকে জরুরি ভিত্তিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার্ড করি।”

স্থানীয়দের মতে, এলাকায় সাপের উপদ্রব বাড়ছে, অথচ আশেপাশের স্বাস্থ্যসেবাকেন্দ্রে নেই প্রয়োজনীয় সাপের বিষ প্রতিষেধক।

এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *