এখলাছপুরে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে জুয়েল পাটোয়ারীর মতবিনিময় সভা
জাকির হোসেন বাদশা : এখলাছপুরে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে জুয়েল পাটোয়ারীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারীর নেতৃত্বে আয়োজিত এই সভা শুক্রবার (১৮ জুলাই) বিকেলে চরকাশিম বাজারস্থ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী।
তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তারেক রহমান হচ্ছেন আধুনিক রাষ্ট্র নির্মাণের নেতৃত্বের প্রতীক।
দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি ধাপে তার অবদান অপরিসীম।
তার জনপ্রিয়তা দেখে দেশের কিছু দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী মহল অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে।
তবে দেশের সাধারণ জনগণ জানে—গণতন্ত্র ফিরিয়ে আনতে তার ত্যাগ ও সংগ্রাম কতখানি গভীর ছিল।”
তিনি আরও বলেন, “আমরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের দিকনির্দেশনায় তারেক রহমানের নেতৃত্বকে আরও সুসংহত করতে ইউনিয়ন পর্যায়ে দলের প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছি। এ উদ্দেশ্যেই আজকের এই মতবিনিময়।”
মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারকরণ এবং আগামী দিনের রাজনৈতিক প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক কাশেম মল্লিক, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির বেপারী, সহ-সাধারণ সম্পাদক মাহবুব, সহ-সভাপতি জাফর বকাউল, বিএনপি নেতা অরুণ মিয়াজী, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন তপদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল মিয়াজী ও সদস্য সচিব নয়ন সিকদার, ছাত্রদল নেতা আল মামুন আতিক (সভাপতি, এখলাছপুর ইউনিয়ন ছাত্রদল), হযরত আলী গালিব (নেতা, মতলব উত্তর উপজেলা ছাত্রদল)।
এছাড়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের আরও অনেক নেতা-কর্মী সভায় অংশগ্রহণ করেন।

