মতলব দক্ষিণে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম প্রধান: মতলব দক্ষিণে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মতলব দক্ষিণ উপজেলায় “তারুণ্য উৎসব -২০২৫” উপলক্ষে আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও
পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মতলব সরকারি জগবন্ধু বিশ্বনাথ (জেবি) উচ্চ বিদ্যালয়ের নিউ হোস্টেল মাঠে স্কুল ও
মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা,
এবং সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটোয়ারী।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মতলব সরকারি জগবন্ধু বিশ্বনাথ (জেবি) উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনজিল হোসেন।
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম।
দিঘলদী এম.এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম খান।
সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, শ্যামল চন্দ্র দাস, মাহফুজ মল্লিক,
গোলাম হায়দার মোল্লাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকরা।
বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা
দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ৪০টি ইভেন্টে অংশগ্রহণ করে।
বিজয়ীদের সম্মাননা
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।
উপসংহার
উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং
শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


