মতলব দক্ষিণে কৃতি শিক্ষার্থীদের মাঝে এসইডিপি প্রকল্পের পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে কৃতি শিক্ষার্থীদের মাঝে এসইডিপি প্রকল্পের পুরস্কার বিতরণ

উপজেলা সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

মতলব দক্ষিণে কৃতি শিক্ষার্থীদের মাঝে এসইডিপি প্রকল্পের পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে কৃতি শিক্ষার্থীদের মাঝে এসইডিপি প্রকল্পের পুরস্কার বিতরণআমির খসরু : মতলব দক্ষিণে কৃতি শিক্ষার্থীদের মাঝে এসইডিপি প্রকল্পের পুরস্কার বিতরণ করা হয়েছে।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

২৮ জুলাই, রোববার, উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি এসইডিপি (সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) প্রকল্পের আওতায় পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে বড় কিছু হতে চাইলে অবশ্যই একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।

আত্মবিশ্বাস থাকা অবশ্যই ভালো, তবে তা যেন কখনো অতিরিক্ত না হয়। কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে।”

তিনি আরও বলেন, “আত্মবিশ্বাস কাজের প্রতি উদ্দীপনা বাড়ায়, কিন্তু ওভার কনফিডেন্স মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়।

যেমন, কেউ যদি নতুন কোনো উদ্যোগ নেয়, তবে আত্মবিশ্বাস নিয়ে শুরু করা ভালো। কিন্তু যদি সে মনে করে সব কিছু জানে এবং অন্যের পরামর্শের দরকার নেই—তবে সেটি ক্ষতির কারণ হতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার জাকির হোসেন পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন নগাঁও ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজালাল, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. শাহ আলম, কৃতি শিক্ষার্থী আফরিন আক্তার ও মো. জাহিদুল ইসলাম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতলব জগবন্ধু বিশ্বনাথ তরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইমরান হোসেন খান।

২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি পর্যায়ের ১১ জন এবং এইচএসসি পর্যায়ের ১৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *