চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ জুলাই রোববার দুপুরের দিকে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।
প্রাথমিক ধারনা করা হচ্ছে, বৃদ্ধটি প্ল্যাটফর্মে পড়ে থাকাকালীন সময়ে অত্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন। এপর্যন্ত তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
স্থানীয়দের নজরে পড়ে ওই বৃদ্ধের লাশ দেখে তারা দ্রুত পুলিশকে জানান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চাঁদপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধের পরিচয় বের করার চেষ্টা চলছে এবং প্রয়োজনে যথাযথ তদন্তের মাধ্যমে তার মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে।

