ফ্যাসিবাদের উত্থান আর বাংলার মাটিতে হবে না : মানিক
স্টাফ রিপোর্টার : ফ্যাসিবাদের উত্থান আর বাংলার মাটিতে হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেছেন, চাঁদপুরসহ সারা দেশে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হয়েছিল, আর সেই জুলাই আন্দোলনের চেতনাকে বিতর্কিত
করতে একটি নতুন রাজনৈতিক শক্তি মাঠে নেমেছে, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক
সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার আয়োজনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই মানববন্ধনের আয়োজন করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে।
শেখ ফরিদ আহমেদ মানিকরে বক্তব্য
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। মানুষকে বিভ্রান্ত করবেন না। যার যার ধর্ম তাকে পালন করতে দিন।
ধর্মকে বিকৃত করে বিভাজন তৈরির অপচেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।” তিনি আরও বলেন,
“চাঁদপুরের জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ৩১ জন। এদের অধিকাংশই বিএনপির কর্মী-সমর্থক। এই শহীদদের আত্মত্যাগের মূল্য কখনো বিফলে যেতে পারে না।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের কাছে সেই আন্দোলনের অনেক ভিডিও ফুটেজ রয়েছে।
কে কোথায় ছিল, কারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে—সবই আপনারা জানেন। ইতিহাস বিকৃতির চেষ্টা করলে তা সফল হবে না।”
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক রোটা. কাজী মাইনুল হক জীবন এবং
যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মোবারক হোসেন সিকদার ও যুগ্ম আহ্বায়ক রোটা. মো. মাকসুদুর রহমান।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি. এম. শাহাজাহান,
পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন,
কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জাসাসের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রতন,
পৌর জাসাসের আহ্বায়ক শাওন পাটওয়ারী, সদস্য সচিব সিয়াম খানসহ জেলা ও পৌর জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

