মহামায়ায় বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

মহামায়ায় বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

মহামায়ায় বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

মহামায়ায় বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকেরস্টাফ রিপোর্টার : মহামায়ায় বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল এক ভ্যান চালকের।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় যাত্রীবাহী একটি বেপরোয়া বাসের ধাক্কায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে মহামায়া পশ্চিম বাজারের শামীম পাটোয়ারীর মুদি দোকানের সামনের সড়কে।

নিহত ব্যক্তি হলেন মনির হোসেন মিন্টু (৫০), যিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চরবাকিলা গাজী বাড়ির বাসিন্দা এবং শফিকুর রহমান গাজীর ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক এবং পেশায় দিনমজুর ছিলেন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, মিন্টু মহামায়া পূর্ব বাজার থেকে স্টিলের একটি আলমারি ভ্যানে তুলে পল্লী বিদ্যুৎ এলাকায় যাচ্ছিলেন।

এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা ঢাকা মেট্রো-ব ১৫-৬১২৫ নম্বরের বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে ভ্যানটি পাশের স’মিলের কাছে ছিটকে পড়ে এবং ভ্যানে থাকা স্টিলের আলমারি তার মাথার ওপর পড়ে যায়, এতে তিনি মারাত্মক আহত হন।

উদ্ধার ও মৃত্যু

স্থানীয়রা দ্রুত আহত মিন্টুকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা

আশঙ্কাজনক মনে করে ঢাকায় স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে, এম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

দায়ী বাস আটক

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে চেয়ারম্যান মার্কেট এলাকায় আটক করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহজাহান ও

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে যান।

স্থানীয়দের বক্তব্য

নিহত মিন্টুকে নিয়ে শোক প্রকাশ করেছেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম পাঠান এবং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। তারা জানান, মিন্টু একজন অত্যন্ত অসহায় মানুষ ছিলেন এবং ভ্যান চালিয়েই তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *