কচুয়ার সহদেবপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা
কচুয়া প্রতিনিধি : কচুয়ার সহদেবপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
উপজেলার ৫নং সহদেবপুর পশ্চিম ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন নবী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুহাম্মদ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মো. সেলিম মাসুদ প্রধান,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাসুদ প্রধানীয়া,
যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউছার আহমেদ, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, মো. ইসমাইল হোসেন, মো. শরীফ মজুমদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারা বলেন, দেশের সার্বিক অগ্রগতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভা শেষে নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং জনগণকে ৩১ দফার মূল বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

