ফরিদগঞ্জে যুবদলের কর্মী সম্মেলন

ফরিদগঞ্জে যুবদলের কর্মী সম্মেলন

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

ফরিদগঞ্জে যুবদলের কর্মী সম্মেলন

ফরিদগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনফরিদগঞ্জ সংবাদদাতা : ফরিদগঞ্জে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের যুবদলের উদ্যোগে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড যুবদলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় পূর্ব চর দুঃখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াদ হোসেন গাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরাফাত হোসেন অনিক।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।

প্রধান বক্তার দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টার,

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিঠু, উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম পাঠান

এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড পর্যায়ের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন শিপন বলেন, “আগামী যুবদল কমিটি গঠনের সময় ৫ আগস্টের আগ থেকেই যারা দলের জন্য নিরলস পরিশ্রম করেছেন,

নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করেছেন, দমন-পীড়নের শিকার হয়েছেন—এমন কর্মীদেরই অগ্রাধিকার দিতে হবে। তাদের প্রতি দলের দায়বদ্ধতা রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

\যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের যুবদলে অন্তর্ভুক্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে আমি দলের সব অঙ্গ-সংগঠনের প্রতি আহ্বান জানাই।”

এ সময় তিনি আগামী দিনে আলহাজ্ব এম এ হান্নান সাহেবের নেতৃত্বকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্মেলনের মধ্য দিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যুবদল আরও সংগঠিত ও সক্রিয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *