ধনাগোদা নদীর ভাসমান রেস্টুরেন্ট অপসারণের নির্দেশ
মতলব উত্তর প্রতিনিধি : ধনাগোদা নদীর ভাসমান রেস্টুরেন্ট অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর ওপর গড়ে ওঠা ‘ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট’ অবশেষে প্রশাসনের নজরে এসেছে।
সম্প্রতি এই অবৈধ স্থাপনাটি নিয়ে দৈনিক চাঁদপুর সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এর পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ শুরু করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড, মতলব শাখা থেকে পাঠানো একটি অফিসিয়াল নোটিশে রেস্টুরেন্টটির দুই মালিক—মো. সাইফুল মোল্লা ও মো. সবুজ মিয়াকে তিন দিনের মধ্যে নিজ খরচে স্থাপনাটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া এলাকায় বাপাউবোর অধিগ্রহণকৃত জায়গায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই এই ভাসমান রেস্টুরেন্ট নির্মাণ করা হয়েছে। আগেও অপসারণের নির্দেশনা দেওয়া হলেও মালিকপক্ষ তা অগ্রাহ্য করে কার্যক্রম চালিয়ে যান।
চিঠিতে সাফ জানানো হয়েছে—নির্ধারিত সময়ের মধ্যে যদি স্থাপনাটি অপসারণ না করা হয়, তাহলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সহকারী কমিশনার (ভূমি),
মতলব উত্তর থানা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান—নদীর বুক চিরে এমন স্থাপনা তৈরি হওয়ায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
পাশাপাশি সন্ধ্যার পর এই এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডও বেড়ে গেছে বলে অভিযোগ রয়েছে। তারা মনে করছেন, প্রশাসনের এই পদক্ষেপ সময়োচিত এবং প্রয়োজনীয়।
সচেতন মহলও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের দাবি, ধনাগোদা নদী বা দেশের অন্য কোনো নদীতে যেন ভবিষ্যতে
এ ধরনের কোনো অবৈধ স্থাপনা—স্থায়ী বা ভাসমান—আর না গড়ে ওঠে, তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

