চাঁদপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে বিশেষ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে বিশেষ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসকের উদ্যোগে ‘প্রান্তিক পেশাজীবী জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের অবহিতকরণ সেমিনার গত রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনের এই সেমিনারে প্রান্তিক পেশাজীবীদের খুঁজে বের করে তালিকাভুক্ত করার প্রয়োজনীয়তা ও তাদের দক্ষতা উন্নয়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসকের বক্তব্য
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, “কর্মক্ষম মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে,
আর এর সঙ্গে হারিয়ে যাচ্ছে আমাদের বহু প্রাচীন পেশা ও ঐতিহ্য। মৃৎশিল্প, তাঁত, কামারশিল্প, বাঁশের কাজের মতো ঐতিহ্যবাহী পেশাগুলো আজকের তরুণ সমাজের কাছে অপ্রিয় হয়ে পড়ছে।
যদি এখনই আমরা উদ্যোগ না নেই, তবে ভবিষ্যতে এই পেশাগুলো ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে।”
জেলা প্রশাসক আরও বলেন, “সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে শুধুমাত্র সহানুভূতির চোখে দেখে না,
বরং তাদের দক্ষ করে তুলে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে কাজ করছে। এজন্য একটি হালনাগাদ ডেটাবেজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে,
যাতে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে শনাক্ত করে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া যায়।
নতুন উপকারভোগীদেরও খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”
তিনি প্রান্তিক পেশাজীবীদের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, “এরা আমাদের সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
তাদের হারিয়ে যাওয়া মানে শুধু একটি পেশার ক্ষতি নয়, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অপূরণীয় ক্ষতি।
তাই সময়মতো দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।”
দক্ষতা উন্নয়ন কর্মসূচি
সেমিনারে প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রান্তিক পেশাজীবী হিসেবে যেমন কামার, কুমার, তাঁতী,
নরসুন্দর, হিজড়া, হরিজন, ফেরিওয়ালা, রিকশাচালক, দিনমজুর সহ বিভিন্ন পেশাজীবী এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ এবং ক্ষুদ্রঋণ সহায়তা পাবেন।
তাদের প্রশিক্ষণের মাধ্যমে অর্থনীতির মূল স্রোতে অন্তর্ভুক্ত করাই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান রনি, পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া,
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রাওশানারা নাসরিন, জেলা তথ্য অফিসার তপন বেপারী,
জেলা নেজারত ডেপুটি কালেক্টর মো. আসাদুজ্জামান সরকার, সহকারী কমিশনারগণ, সমাজসেবা কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ প্রান্তিক পেশাজীবীদের প্রতিনিধিরা।
এই সেমিনার চাঁদপুরের প্রান্তিক পেশাজীবীদের সামাজিক ও আর্থিক অবস্থার উন্নয়নে একটি নতুন দৃষ্টিভঙ্গি ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে,
যা তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

