বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানির অপারেশন

বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানির অপারেশন

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানির অপারেশন

বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানির অপারেশনস্টাফ রিপোর্টার : বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানির অপারেশন করা হয়েছে।

চাঁদপুরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিজয়ী’।

তাদের সংগঠনের ব্যবস্থাপনায় সম্প্রতি চাঁদপুর মাজহারুল হক বিএনএস চক্ষু হাসপাতালে চারজন দরিদ্র রোগীর চোখের ছানির সফল অপারেশন সম্পন্ন হয়েছে।

গত ৭ মে, বুধবার, সকাল থেকে শুরু হওয়া এই চিকিৎসা কার্যক্রমে দিনব্যাপী বিনামূল্যে সেবা পান নির্বাচিত চারজন রোগী।

এর আগে, ৩০শে এপ্রিল পাঁচজন রোগীর প্রাথমিক চক্ষু পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, এক রোগীর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন না থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা ও চশমা সরবরাহ করা হয়।

বাকি চারজনের চোখের ছানির অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা থাকায় তাদের অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

“বিজয়ীর আলো” স্লোগান নিয়ে এই কার্যক্রমের নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি।

তিনি জানান, “গত পাঁচ বছর ধরে আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

১লা ফেব্রুয়ারি আয়োজিত বিজয়ীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে বাছাই করা রোগীদের আমরা ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তায় অপারেশনের ব্যবস্থা করেছি।

ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন,

“মানবিক প্রয়োজন যেমন খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্য—বিজয়ী সবক্ষেত্রে কাজ করছে।

আমরা কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন ধরনের ফ্রি প্রশিক্ষণ প্রদান করছি এবং শিক্ষার্থীদের জন্যও রয়েছে নানা ধরনের সহায়তা।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ, চক্ষু শিবির এবং প্রয়োজনীয় চক্ষু অপারেশন আমরা নিয়মিত পরিচালনা করছি।”

তিনি আরও জানান, “গত মাসে ৭ জন এবং এই মাসে আরও ৪ জন রোগীর চোখের ছানি ও নেত্রনালীর অপারেশন সম্পন্ন হয়েছে।

এভাবেই প্রতি মাসে সমাজকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে বিজয়ী, ইনশাআল্লাহ।”

এই মানবিক উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়—সহানুভূতির শক্তি কীভাবে মানুষের জীবন বদলে দিতে পারে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *