মান্দারতলী সাব সেন্টারের কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ
স্টাফ রিপোর্টার : মান্দারতলী সাব সেন্টারের কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠেছে।
মতলব উত্তর উপজেলার মান্দারতলী কমিউনিটি ক্লিনিকে কর্মরত সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং চিকিৎসা সেবা প্রদানে বহিরাগত একজন যুবককে ব্যবহার করছেন, যা নীতিগতভাবে অগ্রহণযোগ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়মিততা ও স্বচ্ছতার অভাব রয়েছে।
মান্দারতলী গ্রামের আফরোজা বেগম ও নাউড়ি গ্রামের সোহেলসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন,
নজরুল ইসলাম প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন এবং তার অনুপস্থিতিতে “রনি” নামের এক যুবক রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে থাকেন।
অথচ রনি সরকারি কোনো স্বাস্থ্যকর্মী নন।
বিষয়টি সরেজমিনে তদন্ত করতে গিয়ে জানা যায়, রনি পেশাগতভাবে একজন ফার্মেসির কর্মচারী এবং তিনি ছেংগারচরের একটি বেসরকারি ফার্মেসিতে চাকরি করেন।
তার সরকারি চিকিৎসা কেন্দ্র পরিচালনায় সম্পৃক্ততা স্বাস্থ্য সেবার নীতিমালার পরিপন্থী।
এ বিষয়ে নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে জানান,
“রনি কোনো সরকারি কর্মকর্তা নন।
আমি তাকে মাঝে মাঝে ব্যক্তিগত প্রয়োজনে সহায়তা করার জন্য কাজে লাগাই।”
তবে, একজন সরকারি কর্মকর্তা কর্তৃক দায়িত্ব পালনের পরিবর্তে
একজন অপ্রশিক্ষিত ও অপ্রাতিষ্ঠানিক ব্যক্তিকে দিয়ে নিয়মিত স্বাস্থ্যসেবা পরিচালনা করার বিষয়টি স্থানীয়দের মাঝে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, এ ধরণের অনিয়ম রোধে যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় এবং স্বাস্থ্য খাতের স্বচ্ছতা বজায় থাকে।

