ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর সপ্তাহ শুরু

ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর সপ্তাহ শুরু

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

জমির মালিকদের নিয়মিত খাজনা পরিশোধের আহ্বান জাহিদ হাসানের

ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর সপ্তাহ শুরু ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর সপ্তাহ শুরু হয়েছে।

“ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, আপনার জমি রাখুন ঝামেলা মুক্ত”—

এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় শুরু হয়েছে ভূমি উন্নয়ন কর আদায় সপ্তাহ ২০২৫।

জেলা প্রশাসনের নির্দেশনায় ও উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধানে উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে এ কার্যক্রম চালু করা হয়েছে।

ভূমি উন্নয়ন কর আদায় উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে স্থাপিত অনলাইন ক্যাম্প পরিদর্শনকালে ভূমি মালিকদের উদ্দেশে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান।

তিনি বলেন, “আপনার জমির মালিকানা নিশ্চিতে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন।

এখন সহজেই অনলাইনের মাধ্যমে এই কর দেওয়া সম্ভব।”
তিনি আরও জানান, অনেকেই এখনো ভূমি কর পরিশোধ করেননি।

যারা এখনো বকেয়া কর পরিশোধ করেননি, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,

জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ খতিয়ান এবং নিজের মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করে খাজনা পরিশোধ করুন।

জাহিদ হাসান স্পষ্ট করে বলেন,

নিয়মিত ভূমি কর পরিশোধ না করলে পি.ডি.আর অ্যাক্ট অনুযায়ী সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের, সম্পত্তি ক্রোক বা এমনকি নিলামে বিক্রয়ের মাধ্যমে সরকার পাওনা আদায় করতে পারে।

তিনি আরও বলেন, “ভূমি কর না দিলে জমির মালিকানা প্রশ্নবিদ্ধ হতে পারে।

সুতরাং, জমির মালিকানা বৈধভাবে বজায় রাখতে হলে ভূমি কর সময়মতো পরিশোধ করাটা জরুরি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সমসের উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা গুলশান ইয়াসমিন, অফিস সহায়ক আমিনুল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় ভূমি মালিকগণ।

এই কার্যক্রমের মাধ্যমে জনগণকে অনলাইনে ভূমি কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং ভূমি সংক্রান্ত সেবাকে আরও স্বচ্ছ ও নাগরিকবান্ধব করে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে ফরিদগঞ্জ ভূমি অফিস।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *