ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শপথ অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, দেশের জনগণ ২৪-এর গণঅভ্যুত্থানের পর একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। তবে স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মানবসৃষ্ট মতবাদ দিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তাই স্বাধীনতাকামী ও মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। একজন মুসলমান কখনোই ইসলামকে উপেক্ষা করে মানবসৃষ্ট মতবাদ গ্রহণ করতে পারে না।
বৃহস্পতিবার (২০ মার্চ) এশার নামাজের পর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। প্রকাশ্যে চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধে মানুষ আতঙ্কিত। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল যে, তারা অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সরকারের ব্যর্থতায় জনগণের মধ্যে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে। গত ১৬ বছর ধরে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। তবে আগামী নির্বাচনে জনগণ যেন নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হলে জনগণ নিজেদের হাতেই আইন তুলে নিতে বাধ্য হবে। শিশু ও নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। এর ফলে মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখাচ্ছে, যা রাষ্ট্রের জন্য অশনিসঙ্কেত। আইন-শৃঙ্খলার অবনতির ফলে জনজীবন চরম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।
অন্যান্য নেতৃবৃন্দ
শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী নেয়ামত উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসিন রাশেদ সানী, সাবেক অর্থ সম্পাদক মামুনুর রশীদ বেলাল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম নিজাম এবং ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ রাকিব।

