চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩। চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে পৃথক স্থানে চালানো অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ওই তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ডিএনসির পরিদর্শক তাজুল ইসলাম ও উপ-পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম।
ডিএনসির উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, সোমবার (১৭ মার্চ) দুপুরে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে মোট ২২০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মোবারক মৃধা (৪৫), ইসমাইল গাজী (৩৩) এবং চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ষোলঘর এলাকার সুমন হাওলাদার (২৩)।
ডিএনসি সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়েছে।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, “এটি আমাদের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ। মাদক নির্মূলে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, এবং সঠিক তথ্যের ভিত্তিতে যেকোনো মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় চাঁদপুর জেলা মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

