হাইমচরে মেঘনা নদীরা বাঁধ হুমকির মুখে, দ্রুত সংস্কারের দাবি

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড হাইমচর উপজেলা

হাইমচরে মেঘনা নদীরক্ষা বাঁধ হুমকির মুখে, দ্রুত সংস্কারের দাবি

স্টাফ রিপোর্টার : হাইমচরে মেঘনা নদীরক্ষা বাঁধ হুমকির মুখে, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দেরর। চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ব্লক সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে, যা বাঁধটির স্থায়িত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে বাঁধের সংস্কার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাটাখালী থেকে জালিয়ার চর পর্যন্ত নদীরক্ষা বাঁধের বিভিন্ন অংশে সম্প্রতি ধস নেমেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে নদীভাঙনের কবলে পড়ে আশপাশের গ্রামগুলো মারাত্মক তির সম্মুখীন হতে পারে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে, মেঘনা নদীর এই বাঁধ প্রকল্পের জন্য সরকার ১২৭ কোটি টাকা বরাদ্দ করেছিল। প্রায় ৬.৪ কিলোমিটার দীর্ঘ এ বাঁধটি নির্মাণে পাথরের ব্লক এবং জিও টেক্সটাইল ব্যাগ ব্যবহার করা হয়েছিল। ২০১০-২০১১ অর্থবছরে প্রকল্পটি সম্পন্ন হয়। তবে, দীর্ঘদিন ধরে রণাবেণের অভাবে বিভিন্ন স্থানে য় দেখা দিয়েছে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা জানান, মেঘনা নদীরা বাঁধের কিছু অংশ দেবে গেছে এবং জরুরি ভিত্তিতে এটি সংস্কারের প্রয়োজন রয়েছে। ইতোমধ্যে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত সংস্কারকাজ শুরুর অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি জেলা সমন্বয় সভায়ও উপস্থাপন করা হবে।

এদিকে, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, কাটাখালী থেকে জালিয়ার চর পর্যন্ত তিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই পরিদর্শন শেষে জরুরি ভিত্তিতে ডাম্পিংয়ের মাধ্যমে সংস্কার কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয়দের আশঙ্কা, বর্ষা শুরু হওয়ার আগে যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না হয়, তবে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই, দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *