৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ শহীদ মিনারে মঞ্চস্থ হবে প্রত্ন-নাটক: লোহাগড় মঠ

৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ শহীদ মিনারে মঞ্চস্থ হবে প্রত্ন-নাটক: লোহাগড় মঠ

প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা সদর উপজেলা

IMG-20250201৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ শহীদ মিনারে মঞ্চস্থ হবে প্রত্ন-নাটক: লোহাগড় মঠ

প্রেস সংবাদ : ৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ শহীদ মিনারে মঞ্চস্থ হবে প্রত্ন-নাটক: লোহাগড় মঠ

আগামী ৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ফরিদগঞ্জ শহীদ মিনারে মঞ্চস্থ হবে প্রত্ন-নাটকঃ লোহাগড় মঠ এর ২য় প্রদর্শনী।

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল পরিবেশনায় প্রত্ন-নাটক: লোহাগড় মঠ এর রচয়িতা রেজা আজিজ এবং নির্দেশক মোস্তাফা কামাল যাত্রা, নাট্য শিক্ষক, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

‘ফরিদগঞ্জ থিয়েটার’ এর আমন্ত্রণে মঞ্চস্থ হতে যাওয়া ‘প্রত্ন-নাটক: লোহাগড় মঠ’ এর পোষাক ও রুপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান,

মঞ্চ ও আলোক পরিকল্পক মুরাদ হাসান, সংগীত ও দ্রব্যসম্ভার পরিকল্পক জান্নাতুল পিংকি এবং প্রযোজনা অধিকর্তা হলেন,

দিতি সাহা, কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর।

‘প্রত্ন-নাটক

লোহাগড় মঠ’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কে এম মাসুদ, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, ফাতেমা তুজ-জোহরা,

মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস, সাধন চন্দ্র দত্ত, সপ্তমী রানী দত্ত, মোঃ মোর্শেদ আলম খান জয়, গৌতম কর্মকার রায়, প্রদীপ সরকার,

মোঃ মেহেদী হাসান, রিতা ত্রিপুরা, সাফিকা সুলতানা, হাসিবুর রহমান, মোহাম্মদ আমির হোসেন, স্বাধীন চন্দ্র দত্ত,

(অতিথি শিল্পী) সিমন মাহ্দ্বীন, শাহরিয়ার আবির, (অতিথি শিল্পী) সিদরাদুল মুনতাহা সাকিবা, (অতিথি শিল্পী) প্রমূখ।

“ফরিদগঞ্জ থিয়েটার” এর দলীয় প্রধান ফরিদ আহমেদ রিপন ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে নাটকটি উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ. বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে জেলা প্রশাসন চাঁদপুরের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিগত

২০ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে আরম্ভ হওয়া প্রযোজনাকেন্দ্রিক নাট্যকর্মশার মাধ্যমে ‘প্রত্ন-নাটক: লোহাগড় মঠ’ নির্মাণ করা হয়েছিল।

নাটকটিতে লোহাগড় মঠের প্রতিষ্ঠাতা লৌহ এবং গহড় নামের দুই ভাইয়ের বাল্য-জীবন থেকে জীবন-সায়াহ্নর নানান ঘাত-প্রতিঘাত এর নাট্যরুপ তুলে ধরা হয়েছে।
নাটকের নির্দেশক চাঁদপুরের কৃতি সন্তান ফরিদগঞ্জ নিবাসি মোস্তাফা কামাল যাত্রা জানান: প্রত্ন নির্দশনকে উপদিব্য করে যে নাটক রচিত ও উপস্থাপিত হয়ে থাকে তাকে প্রত্ন-নাটক বল থাকে। নাটকটিতে লৌহ ও গহড় এর উত্থান থেকে পতন যেভাবে তুলে ধরা হয়েছে তা সমকালীন এবং বর্তমান সময়েরর প্রাসংগিক।
অতিত অন্বেষনের পরম্পারায় বর্তমানকে বিশ্লেষণ ও মূল্যায়ণ করা হয়েছে ‘প্রত্ন-নাটক: লোহাগড় মঠ’ এর নাট্য উপস্থাপনায়।
স্মরনীয় যে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় গতকাল ২ ফেব্রুয়ারি’ রোববার চাঁদপুরের
আউটার স্টেডিয়াম তারুণ্যের উৎসব মুক্তমঞ্চে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *