২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ আরিফুর রহমান (সাগর) ॥ ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরানবাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মেধাবী শিার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও আক্কাছ আলী কাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিা অফিসার মানছুর আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদ্য অবসরপ্রাপ্ত শিক ধ্রুব রাজ বণিক ও মাকছুদুল মাওলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিা অফিসার ভব রঞ্জন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এডভোকেট জামিল হায়দার বুলবুল,
পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক গনেশ চন্দ্র দাস, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আলী হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অভিভাবক কমিটির সভাপতি বি এম ওমর ফারুক, সহ-সভাপতি জাকির হোসেন খান শিপন, সদস্য সোলায়মান ঢালী,
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক দুলাল চন্দ্র গোস্বামী, বিশিষ্ট ব্যবসায়ী ইউশা শেখ, শাহিন খানসহ বিদ্যালয়ের শিক, অভিভাবক ও শিার্থীরা।
বিদ্যালয়ের শিার্থীরা নানা সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অতিথিরা বিদ্যালয়ের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০২৪ সালে জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সৌমিত্র সাহা নীলাদ্রি এই বিদ্যালয়ের শিার্থী। তার অসাধারণ অর্জনের জন্য তাকে এবং তার মাকে বিশেষ সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক তাছলিমা বেগম এবং অন্যান্য শিক-শিকিারা অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য অকান্ত পরিশ্রম করেন।

