চাঁদপুর-ঢাকা নৌরুটে ফিটনেসবিহীন

২৬ মার্চের পর চাঁদপুর-ঢাকা নৌরুটে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করতে পারবে না

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

২৬ মার্চের পর চাঁদপুর-ঢাকা নৌরুটে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করতে পারবে না

—– জেলা প্রশাসক মোহম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর-ঢাকা নৌরুটে ফিটনেসবিহীনস্টাফ রিপোর্টার :  আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ঘোষণা দিয়েছেন যে, ২৬ মার্চের পর থেকে চাঁদপুর-ঢাকা নৌরুটে কোনো ফিটনেসবিহীন লঞ্চ চলতে পারবে না। সেই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের ওপরও কড়া নজরদারি থাকবে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড ও লঞ্চ মালিকদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, প্রতিটি লঞ্চে চারজন আনসার সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি, লঞ্চ চলাচলের সময় মাঝপথে কোথাও থামিয়ে যাত্রী ওঠানো যাবে না। ঈদের পাঁচ দিন আগে থেকে লঞ্চঘাটে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে, যাতে যাত্রীদের হয়রানি বা নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়।

নিরাপত্তার স্বার্থে সিএনজি ও ইজিবাইক চালকদের যাত্রীদের টানাহেঁচড়া করতে নিষেধ করা হয়েছে। কেউ এই নিয়ম অমান্য করলে ৫০০ টাকা জরিমানার পাশাপাশি বাহন জব্দ করা হবে।

নদীতে বাল্কহেড চলাচল বন্ধ

জেলা প্রশাসক আরও বলেন, দিন ও রাত উভয় সময়েই নদীতে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। যাত্রী পারাপারের জন্য দিনের বেলায় স্পিডবোট চালানো হবে, তবে রাতের বেলায় তা নিষিদ্ধ থাকবে। এছাড়া, যাত্রীদের মালপত্র যথাযথভাবে পরীক্ষা করার জন্য লঞ্চঘাটে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, যাত্রীসেবা নিশ্চিত করতে লঞ্চঘাটে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করা হবে।

পরিবেশ সচেতনতা

ডিসি যাত্রীদের উদ্দেশ্যে বলেন, নদী দূষণ রোধ করতে লঞ্চের অভ্যন্তরে ডাস্টবিন ব্যবহার করতে হবে। এ বিষয়ে লঞ্চ মালিক কর্তৃপক্ষ নজর রাখবে এবং প্রয়োজনে মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সচেতন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, বিআইডব্লিউটিএ উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য এবং লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার।

সভায় স্বাগত বক্তব্য দেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *