হাজীগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

হাজীগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাজীগঞ্জ উপজেলা

6-10-620x330হাজীগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

হাজীগঞ্জ প্রতিনিধি :  হাজীগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুটি পৃথক দুর্ঘটনায় দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

একটি ঘটনায় ডিম গলায় আটকে এবং অপর ঘটনায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুটি নিষ্পাপ শিশু।

গলায় ডিম আটকে শিশুর মৃত্যু –

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ উল্ল্যার দুই বছর বয়সী মেয়ে মেহেজাবিনকে তার মা সিদ্ধ ডিম খাওয়ানোর সময় হঠাৎ করে ডিমটি তার গলায় আটকে যায়।

দ্রুত তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুকুরের পানিতে ডুবে মৃত্যু –

একই দিন বিকেলে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে ঘটে আরেকটি হৃদয়বিদারক ঘটনা।

মুন্সী বাড়ির মো. রুবেল হোসেন মুন্সীর ১৮ মাস বয়সী ছেলে মো. ইশরাক হোসেন মুন্সী পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর তার দাদী নূরজাহান বেগম শিশুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে ততক্ষণে শিশুটির প্রাণহানি ঘটে।

স্বজনদের শোক ও পুলিশি ব্যবস্থা

নিহত ইশরাকের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সে বাড়ির উঠোনে খেলছিল।

দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন এবং একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাসান জানান, দুই শিশুকেই হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু ঘটে।

পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক নিশ্চিত করেন যে, দুই শিশুর মৃত্যুর ঘটনায় পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই দুটি মর্মান্তিক ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। পরিবারের সদস্যরা এখন শোকে মুহ্যমান।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *