হাজীগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে : জনসম্পৃক্ততায় এগিয়ে চলেছে থানার কার্যক্রম
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।
জেলার হাজীগঞ্জ থানায় জনসচেতনতা ও জনগণের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো এই “ওপেন হাউজ ডে”।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় থানার প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক।
অনুষ্ঠানে জনসুরক্ষা, মাদকবিরোধী সচেতনতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা হ্রাসসহ নানা সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপস্থিত অতিথিরা সরাসরি তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে পুলিশি সেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
ওসি মহিউদ্দিন ফারুক তার বক্তব্যে বলেন,
“ওপেন হাউজ ডে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে জনগণ ও পুলিশ একসঙ্গে বসে খোলামেলা আলোচনা করতে পারে। এটি জনগণের আস্থা অর্জনের একটি কার্যকর উপায়। আমাদের লক্ষ্য, হাজীগঞ্জকে একটি অপরাধমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা।”
তিনি আরও জানান, আধুনিক ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে থানার কর্মকর্তারা সবসময় প্রস্তুত।
কেউ যেন ভয় না পেয়ে থানায় এসে সেবা গ্রহণ করতে পারেন, সেটিই পুলিশের অন্যতম অঙ্গীকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,
ওসি (তদন্ত) মো. রাজীব, থানার দ্বিতীয় কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন এবং নারী এসআই জোবাইদুর নাহার।
তারা সবাই স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত অতিথিরা পুলিশের এই জনমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা এবং প্রাসঙ্গিকতাকে আরও বাড়িয়ে তোলে।

