হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈচিত্র্যময় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজনে ভরপুর বর্ষবরণ অনুষ্ঠান।
সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই আয়োজন প্রাণবন্ত করে তোলে পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে যাত্রা শুরু করে।
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ধরে আলীগঞ্জ বাজার ঘুরে শোভাযাত্রাটি এসে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থলে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমানের সঞ্চালনায় দিনব্যাপী সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং শিল্পকলা একাডেমির শিল্পীরা।
তাঁদের পরিবেশনা নববর্ষের আমেজকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,
যাঁদের মধ্যে ছিলেন কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম,
মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান ভানু, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণি।
এছাড়া আলোচনা সভায় অংশ নেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার,
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।
এই আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় ফুটে ওঠে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য—পহেলা বৈশাখকে কেন্দ্র করে গ্রামীণ জীবনের রূপ, লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি।
সার্বিকভাবে, হাজীগঞ্জে এবারের নববর্ষ উদযাপন শুধু আনন্দের নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মকে সে সম্পর্কে জানানোর একটি উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।

