হাইমচরের কমলাপুর গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম​

হাইমচরে কমলাপুর গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম​

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

হাইমচরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম​

হাইমচরের কমলাপুর গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম​আবুল কালাম আজাদ : হাইমচরে  বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম​ অনুষ্ঠিত হয়েছে।   জেলার হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামে সুফিয়া’স লিগ্যাসি ফাউন্ডেশনের উদ্যোগে গত এক বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।​

শনিবার দুপুর ১২টায় সরেজমিনে কমলাপুর গ্রামের শাহাবুদ্দিন পাটওয়ারী বাড়ির সুফিয়া স্বাস্থ্য সেবা কেন্দ্রে দেখা যায়, সকাল থেকেই এলাকার রোগীরা বিনামূল্যে ডাক্তার দেখানোর জন্য ভিড় করছেন। সেখানে আগত রোগীদেরকে সিরিয়াল অনুযায়ী মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ দুইজন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করছেন।​

স্থানীয় সূত্রে জানা যায়, কমলাপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর ছোট ভাই, আমেরিকা প্রবাসী মোহাম্মদ মাসুদ পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সার্বিক সহযোগিতা ও পরিচালনায় পরিবার এই মহতী উদ্যোগটি বাস্তবায়ন করছে।​

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ এক বছর ধরে উত্তর আলগী ইউনিয়নের বিভিন্ন এলাকার রোগীরা এই কেন্দ্রে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধপত্র গ্রহণ করছেন।​

এলাকাবাসী বলছেন, এই উদ্যোগের ফলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষজন উপকৃত হচ্ছেন এবং স্বাস্থ্যসেবা তাদের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *