স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চাঁদপুরে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ জেলা প্রশাসকের
নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চাঁদপুরে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ জেলা প্রশাসকের ।
চাঁদপুরে স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর কার্যক্রমে নিয়মিত নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেছেন, অনিয়ম প্রতিরোধে প্রয়োজনে প্রতিদিনও অভিযান চালানো হবে।
রবিবার (২০ এপ্রিল) সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ডিসি মোহসীন উদ্দিন বলেন,
“সরকারি চিকিৎসকরা যদি বেসরকারি ডায়াগনস্টিক বা ক্লিনিকে যুক্ত থাকেন, তাহলে সেসব প্রতিষ্ঠান বৈধ কিনা, তা খতিয়ে দেখতে হবে।
নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে প্রয়োজন হলে প্রতিদিন অভিযান চালিয়ে ব্যবস্থা নিতে হবে।
অনিয়ম শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান সিলগালা করতে হবে।”
তিনি আরও জানান, জেলা প্রশাসনের উদ্যোগে অন্তত ১৫ দিনের ধারাবাহিক অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে,
যাতে স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
সভায় পৌরসভার প্রশাসকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন,
“নাগরিক দুর্ভোগ হ্রাসে প্রকল্প হাতে নিতে হবে। বিশেষ করে ডাম্পিং স্টেশনের স্থাপনার বিষয়টি আগামী মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে শুরু করতে হবে।”
সরকারি জেনারেল হাসপাতাল সম্পর্কে জেলা প্রশাসক বলেন,
“হাসপাতালে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে ব্যবস্থা নিতে হবে।
বাইরের সংস্থা যখন এই ধরনের অনিয়ম তুলে ধরে, তখন আমাদের নিজেদেরই বিব্রত হতে হয়।
তাই আগেভাগে নিজেদের উদ্যোগে ব্যবস্থা নিলে সেটিই হবে শ্রেয়।”
সভার শুরুতে সদ্যপ্রয়াত জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ চাকমার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব গৃহীত হয় এবং তা সর্বসম্মতভাবে সভার কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়।
তাঁর অকাল মৃত্যুতে উপস্থিত সকলেই স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন যারা
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান সভা পরিচালনা করেন। বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।
এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

