সুবিদপুর পূর্ব ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মো: মনির হোসেন : সুবিদপুর পূর্ব ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন যুবদলের উদ্যোগে লক্ষ্মীপুর গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের স্বৈরাচারী শাসনের দোসররা এখনো বিভিন্ন পর্যায়ে সক্রিয় রয়েছে। প্রশাসনের প্রতিটি স্তর থেকে এদের অপসারণ করা জরুরি।
তিনি আরও বলেন, কিছু লোক নিজেদের বিএনপির কর্মী হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তারা অতীতে স্বৈরাচারী শক্তির সহযোগী ছিল।
তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচিত করতে হবে।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমরান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কুদ্দুস মিজির সঞ্চালনায় এ কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, ফারুক আহাম্মেদ খাঁন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মিজি ও সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু।
এছাড়া যুবদল নেতা জসিমউদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা সংগঠনের ঐক্য ও শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

