সিলেট ও চাঁদপুরে অনলাইন জিডি সেবা বিস্তৃত করছে বাংলাদেশ পুলিশ

সিলেট ও চাঁদপুরে অনলাইন জিডি সেবা বিস্তৃত করছে বাংলাদেশ পুলিশ

উপজেলা সংবাদ জাতীয় সংবাদ সদর উপজেলা স্লাইড

সিলেট ও চাঁদপুরে অনলাইন জিডি সেবা বিস্তৃত করছে বাংলাদেশ পুলিশ

সিলেট ও চাঁদপুরে অনলাইন জিডি সেবা বিস্তৃত করছে বাংলাদেশ পুলিশস্টাফ রিপোর্টার : সিলেট ও চাঁদপুরে অনলাইন জিডি সেবা বিস্তৃত করছে বাংলাদেশ পুলিশ।

পুলিশি সেবাকে জনগণের আরও কাছে নিয়ে যেতে বাংলাদেশ পুলিশ এবার ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন এই উদ্যোগ গ্রহণ করেছে।

থানায় সরাসরি না গিয়েও বাসায় বসে এখন সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ মিলবে।

এই আধুনিক উদ্যোগের ফলে নাগরিকদের সময়, শ্রম এবং ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো জিনিস ও খুঁজে পাওয়ার বিষয়ে জিডি করা যেত।

তবে বাংলাদেশ পুলিশের নতুন সিদ্ধান্ত অনুযায়ী,

এখন থেকে সব ধরনের জিডি—যেমন হুমকি পাওয়া, অজানা লোকজনের সন্দেহজনক কার্যকলাপ, নিরাপত্তাজনিত উদ্বেগ ইত্যাদি—ডিজিটাল মাধ্যমে করা যাবে।

নতুন এই সেবাটি আগামী ১৫ এপ্রিল ২০২৫ থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন সব থানা এবং চাঁদপুর জেলার সব থানায়।

পরবর্তী ধাপে, ধীরে ধীরে এটি দেশের সব থানায় সম্প্রসারিত হবে।

জিডি করার জন্য নাগরিকদের গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করতে হবে।

অ্যাপটি ইনস্টল করে একবার রেজিস্ট্রেশন করলেই সেবা গ্রহণ করা যাবে। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।

যদি রেজিস্ট্রেশন বা জিডি প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা বা সমস্যা দেখা দেয়, তবে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার এআইজি ইনামুল হক সাগর পিপিএম-সেবা জানিয়েছেন,

“পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাই। অনলাইন জিডি সেবা তারই একটি বড় উদাহরণ।”

এই উদ্যোগ দেশের পুলিশি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে নাগরিকরা দ্রুত, সহজ এবং নিরাপদে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন—থানায় না গিয়েও।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *