সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের মাতা শোভা রাণী দাসের ৫ম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিনিধি : আজ ২১ এপ্রিল পালিত হবে প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক শ্যামল চন্দ্র দাসের প্রিয় মাতা শোভা রাণী দাসের ৫ম মৃত্যুবার্ষিকী।
তিনি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের একজন প্রাক্তন পরিবার কল্যাণ সহকারী এবং সমাজে সেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত মুখ।
মরহুমা শোভা রাণী দাসের স্মরণে এ দিনটি উপলক্ষে তাঁর নিজ বাড়িতে এবং মতলবের ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে ধর্মীয় নিয়ম-নীতি অনুসারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এসব আয়োজনের মাধ্যমে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
উল্লেখযোগ্যভাবে, শোভা রাণী দাস ছিলেন প্রাক্তন ইউপি সদস্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রাক্তন এফপিআই নৃপেন্দ্র চন্দ্র দাসের সহধর্মিণী।
তিনি জীবদ্দশায় ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে অবস্থিত।
২০১৯ সালের ২১ এপ্রিল ভোর সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে পরিবার ও শুভানুধ্যায়ীরা এক অভিভাবকসুলভ মানুষকে হারান, যিনি সবসময় মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
এদিকে প্রয়াত শোভা রাণী দাসের আত্মার চিরশান্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে অজিত কুমার দাস সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।

