শ্রমজীবী মানুষের মাঝে ফল বিতরণ করলো বদলাও ইয়ুথ ফাউন্ডেশন

শ্রমজীবী মানুষের মাঝে ফল বিতরণ করলো বদলাও ইয়ুথ ফাউন্ডেশন

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

শ্রমজীবী মানুষের মাঝে ফল বিতরণ করলো বদলাও ইয়ুথ ফাউন্ডেশন

শ্রমজীবী মানুষের মাঝে ফল বিতরণ করলো বদলাও ইয়ুথ ফাউন্ডেশনস্টাফ রিপোর্টার : শ্রমজীবী মানুষের মাঝে ফল বিতরণ করলো বদলাও ইয়ুথ ফাউন্ডেশন।

চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বদলাও ইয়ুথ ফাউন্ডেশন আবারও একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

শহরের আল্লাহু চত্বর ও আশপাশের এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী দিনমজুরদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছে সংগঠনটির নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা।

এই মহৎ কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বিতরণের সময় সংগঠনের সদস্যরা প্রত্যেক উপকারভোগীর হাতে সততার সাথে মৌসুমী ফল পৌঁছে দেন।

সংগঠনটির নেতারা জানান, “বছরের এই সময়টিতে আমাদের এই ফল বিতরণ কার্যক্রম একটি নিয়মিত প্রয়াস।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আমরা এ উদ্যোগ নিয়ে থাকি।

আমাদের সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।

আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি সচেতন মানুষের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মানবিক কাজ পরিচালনা করা সম্ভব।”

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলাও ইয়ুথ অ্যান্ড উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মাহমুদা আক্তার।

আরও উপস্থিত ছিলেন বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভী, সিনিয়র সদস্য তাইমুল ইসলাম খান, ইসতিয়াক খন্দকার সৈকত, আবদুর রহিম রাজু, তানজিলা আক্তার, নিশিতা সূত্রধর, সাকিবা ও এনি প্রমুখ।

স্থানীয়ভাবে এই সমাজসেবামূলক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এ ধরনের উদ্যোগ শুধুমাত্র ক্ষুধার্ত পেটেই নয়, বরং সমাজে ভালোবাসা, সহমর্মিতা এবং দায়িত্ববোধ ছড়িয়ে দেয়— এমনটাই বিশ্বাস করে বদলাও ইয়ুথ ফাউন্ডেশন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *