শাহারাস্তিতে প্রবাসী বোনের বাড়ি দখলের অভিযোগ: আপন ভাই-বোনের বিরুদ্ধে থানায় মামলা

শাহারাস্তিতে প্রবাসী বোনের বাড়ি দখলের অভিযোগ: আপন ভাই-বোনের বিরুদ্ধে থানায় মামলা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

শাহারাস্তিতে প্রবাসী বোনের বাড়ি দখলের অভিযোগ: আপন ভাই-বোনের বিরুদ্ধে থানায় মামলা

শাহারাস্তিতে প্রবাসী বোনের বাড়ি দখলের অভিযোগ: আপন ভাই-বোনের বিরুদ্ধে থানায় মামলা

চাঁদপুরের শাহারাস্তি উপজেলার সুচিপাড়া গ্রামে প্রবাসী মাজুদা বেগমের বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন ভাই-বোন ও অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে।

ভাঙচুর ও লুটপাটের অভিযোগে শাহারাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

কী ঘটেছিল সেদিন?

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী মাজুদা বেগমের বাড়িতে হামলা চালায়।

তারা ইটের দেয়াল ভেঙে মাটিতে ফেলে দেয় এবং তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। সন্ত্রাসী কায়দায় তারা ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে,

যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হলে ছয়জনকে অভিযুক্ত করা হয়। তারা হলেন:

১. মেহেরাজ হোসেন ফরহাদ (২২), পিতা- আব্দুল আল মামুন ওরফে মনু
২. ওয়াসিম আহমেদ (৩৫), পিতা- আকিত উল্লা
৩. মো. রাশেদ (৪০), পিতা- শাহ জাহান
৪. মো. হানিফ সুলতান, পিতা- সালে আহমদ
৫. আকিত উল্লা, পিতা- তমিজ উদ্দিন
৬. শাহ জাহান, পিতা- সালে আহমদ

জমি দখলের নেপথ্যে কী?

মাজুদা বেগম ১৯৯৬ সালে পৈতৃক সূত্রে পাওয়া ৯ শতাংশ জমির মালিকানা দলিল পান। এরপর ১৯৯৮ সালে তিনি সেখানে ইটের ঘর নির্মাণ করেন।

কিন্তু প্রবাসে থাকার সুযোগে তার বড় বোন সাজেদা বেগম ধীরে ধীরে ওই জমি দখলের পরিকল্পনা করেন।

২০১৪ সালে দেশে ফিরে মাজুদা বেগম বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করলে চাঁদপুর জেলা পুলিশ সুপার ও

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাড়িটি পুনরুদ্ধার করা হয়। তখন সাজেদা বেগমকে তার বসতঘর সরিয়ে নিতে বলা হয়।

পরবর্তীতে মাজুদা বেগম বিদেশ চলে গেলে তার ছোট ভাই আনোয়ার হোসেনকে ওই বাড়ির দেখভালের দায়িত্ব দেন।

আনোয়ার হোসেনও বেশ কয়েকবার সাজেদা বেগমকে ঘর সরানোর অনুরোধ করেন, তবে তিনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগের নতুন মোড়

গত বছর আনোয়ার হোসেন প্রবাসে চলে গেলে, এই সুযোগে অভিযুক্তরা পুনরায় দখলের চেষ্টা চালায়। আনোয়ারের অনুপস্থিতিতে,

তার স্ত্রী ওমরাহ পালনের জন্য সৌদি গেলে বাড়িটি ফাঁকা পেয়ে আসামিরা তালা ভেঙে লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা শুধু দখল ও লুটপাট করেই ক্ষান্ত হয়নি, বরং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়েছে।

তাদের দাবি, স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া এই অবৈধ দখলদারদের কবল থেকে বাড়ি পুনরুদ্ধার করা সম্ভব নয়।

ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন, যেন তাদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং তারা ন্যায়বিচার পান।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *