শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
জাহাঙ্গির আলম ভূইয়া : শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৭ জুন) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে দোয়াভাঙ্গা গেট এলাকায় আয়োজিত
এ মানববন্ধনে অংশ নেন পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক সচেতন নাগরিক।
মানববন্ধন থেকে বক্তারা ইউএনও নিগার সুলতানার প্রশাসনিক দক্ষতা ও জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, “তিনি একজন সৎ, সাহসী ও জনবান্ধব কর্মকর্তা। তার হাত ধরে শাহরাস্তিতে উন্নয়নের নতুন ধারা সূচিত হয়েছে।
গত কয়েক দশকে যে কাজগুলো রাজনৈতিক প্রভাবের কারণে ঝুলে ছিল, তিনি সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়ে দেখিয়েছেন তাঁর প্রশাসনিক সাহস ও অঙ্গীকার।”
এ সময় বক্তারা আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক সেবার প্রতিটি খাতে তাঁর কার্যকর ভূমিকা উপজেলাবাসী প্রত্যক্ষ করেছে।
তিনি দুর্নীতির বিরুদ্ধে ছিলেন কঠোর অবস্থানে এবং সরকারি সেবা পৌঁছে দিয়েছেন সরাসরি জনগণের দোরগোড়ায়।”
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আফজাল হোসেন, মো. একরামুল হক, মো. শফিকুল ইসলাম, মো. রবিউল আলম,
মো. সুমন, মো. মোতালেব ও জাবেদ মাহমুদ। সঞ্চালনায় ছিলেন পৌরবাসিন্দা মো. ইকবাল হোসেন প্রিন্স।
এছাড়া উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন, মো. মনির হোসেন, মো. সাইফুল, আনোয়ার হোসেন, রিয়াজ মোল্লা, মো. জসিম উদ্দিন,
শান্ত হাসান, নাজমুল হাসান, মিজানুর রহমান, মোশারফ হোসেন, রাসেলসহ উপজেলার ১০টি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই মুহূর্তে ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ কার্যকর হলে তা উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা এই আদেশ বাতিলের জোর দাবি জানাই এবং তাঁর নেতৃত্বে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।”
মানববন্ধন শেষে স্থানীয় বাসিন্দারা সরকারের প্রতি আন্তরিক অনুরোধ জানান যেন ইউএনও নিগার সুলতানাকে বর্তমান কর্মস্থলে রাখার বিষয়ে বিবেচনা করা হয় এবং উন্নয়নের এ ধারা বজায় থাকে।

