শাহরাস্তির আলোচিত হত্যা মামলার প্রধান আসামি তপন ঢাকায় গ্রেফতার

শাহরাস্তির আলোচিত হত্যা মামলার প্রধান আসামি তপন ঢাকায় গ্রেফতার

উপজেলা সংবাদ শাহরাস্তি উপজেলা

শাহরাস্তির আলোচিত হত্যা মামলার প্রধান আসামি তপন ঢাকায় গ্রেফতার

শাহরাস্তির আলোচিত হত্যা মামলার প্রধান আসামি তপন ঢাকায় গ্রেফতারজাহাঙ্গির আলম ভূইয়া : শাহরাস্তির আলোচিত হত্যা মামলার প্রধান আসামি তাজুল ইসলাম তপনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদপুরের শাহরাস্তিতে দিনমজুর আলমগীর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তাজুল ইসলাম তপনকে রাজধানীর উত্তর খান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তপন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন ২০২৫) রাতে উত্তর খান এলাকায় ভ্যানগাড়িতে জুতা বিক্রির ছদ্মবেশে

ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে শাহরাস্তি থানায় নিয়ে আসা হয়।

ওসি আবুল বাসার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তপনের কাছ থেকে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এবং এর সাথে আরও কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, “আমরা তপনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করব যাতে ঘটনার পেছনের আসল কারণ ও অন্যান্য জড়িতদের খুঁজে বের করা যায়।”

প্রসঙ্গত, গত মার্চ মাসে শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর এলাকায় এক প্রবাসীর বাড়ির ছাদে ডেকে নিয়ে আলমগীরকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়।

স্থানীয়ভাবে ‘মাইক ম্যান’ নামে পরিচিত আলমগীরের মৃত্যু এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ মামলার আরেক আসামি সোনিয়া আক্তার এরই মধ্যে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে।

সে জানায়, আলমগীরের সঙ্গে তার পরকীয়ার জেরে মামা শ্বশুর তপনের সহায়তায় এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, তপন চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনের ছোট ভাই।

এলাকায় তিনি বখাটে ও প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার পর থেকে তপন পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *