শাহরাস্তিতে সরকারি সোলার প্যানেল বিক্রির চেষ্টা, অফিস সহকারী অভিযুক্ত
স্টাফ রিপোর্টার : শাহরাস্তিতে সরকারি সোলার প্যানেল বিক্রির চেষ্টা, অফিস সহকারী অভিযুক্ত।
উপজেলায় সরকারি মালামাল বিক্রির অভিযোগে এক অফিস সহকারীকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত ল্যাম্পপোস্টের সোলার প্যানেল এবং অন্যান্য যন্ত্রাংশ গোপনে বিক্রি করেছেন সাহাব উদ্দিন নামের ওই কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সাহাব উদ্দিন উপজেলা পরিষদের সড়কে স্থাপিত সোলার প্যানেল ও সংশ্লিষ্ট কিছু যন্ত্রাংশ বিক্রি করে দেন ঠাকুর বাজারের এক ভাঙারি দোকানদারের কাছে।
পরে রাতের আঁধারে মালামাল পরিবহনের সময় স্থানীয় বাসিন্দাদের দৃষ্টিগোচরে এলে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি সংবাদকর্মীদের অবহিত করেন।
ঘটনার পর স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে দোকান থেকে মালামালগুলো ফেরত আনা হয়।
এ বিষয়ে অভিযুক্ত সাহাব উদ্দিন জানান, “আমি বুঝতে পারিনি বিষয়টি এমনভাবে বড় হয়ে যাবে। এগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় ছিল, তাই বিক্রি করেছিলাম। তবুও যেহেতু ভুল হয়েছে, আমি মালামালগুলো ফেরত এনেছি। আশা করি, বিষয়টি আর বাড়ানো হবে না।”
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, “মালামাল বিক্রির ব্যাপারে আমি আগে কিছু জানতাম না। তবে খবর পাওয়ার পরপরই ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট মালামালগুলো ফেরত আনার নির্দেশ দিয়েছি।”
স্থানীয়রা এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

